31 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

গোপালপুরে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ

নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে খঃ আনসার আলী হিফজুল কুরআন ও নূরানী মাদ্রাসার মাঠে ১নং ওয়ার্ডের হতদরিদ্র সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঘাটাইল অবস্থিত আটো শো- রুম মোখলেছ এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী মো.মোখলেছুর রহমানের- উদ্যোগে শনিবার শীতবস্ত্র হিসাবে বিভিন্ন শ্রেণী পেশার মালুষদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় গোপালপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মোখলেস, গোপালপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মো. নাজিম তালুকদার, মির্জাপুর ইউনিয়ন বিএন’পির সাবেক সিনিয়র সহ-সভাপতি খ. নাজিম উদ্দিন। মির্জাপুর ইউনিয়ন বিএন’পির সাবেক সাংগঠনিক সম্পাদক খ. আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায় আবু সাঈদ, মো. আঃ হালিম( ইলিম), ঘাটাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খালেক খান, মো. খোকা মিয়া, খঃ শামীম, বিজিবি খঃ আমিনুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক আহ্বায়ক খঃ সাগর, মো. সিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ