31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মহিপুরের ডালবুগঞ্জ ইউপি’র ৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ডালবুগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার উদ্যোগে দলকে গতিশীল করা ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের আগমন উপলক্ষে সাংগঠনিক সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুল হক ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, থানা ছাত্রদল সভাপতি তানজিল আলম। এছাড়াও মহিপুর থানা, মহিপুর ইউনিয়ন, ডালবুগঞ্জ ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কর্মীসভায় আগামী ৩০ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের আগমন উপলক্ষে থানা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। এছাড়া নেতা-কর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি না করে দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কর্মীসভা শেষে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ