31 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ঈদুল আযহায় আসছে ফোর্স ; ফার্স্ট লুক প্রকাশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ পেয়েছে আগামী ঈদুল আযহায় মুক্তি প্রতীক্ষিত ‘ফোর্স’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন দিনের অভিনেতা ম্যাক দিদার। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ফোর্স সিনেমার পোস্টার।

গত ২১ ডিসেম্বর (সোমবার) ফোর্স সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, একদল মুখোশধারী ফোর্সের নেতৃত্বে দাঁড়িয়ে আছেন চিত্রনায়ক ম্যাক দিদার। ভিন্নধর্মী উপস্থাপন চলচ্চিত্রপ্রেমীদের মাঝে উত্তেজনা বেশ তৈরি করেছে।

ফোর্স নিয়ে ম্যাক দিদার বলেন, “ফোর্স আমার দ্বিতীয় সিনেমা। আশা করি, দর্শকরা আমার কাজ দেখার পর পছন্দ করবেন। শাকিব ভাইয়ের বরবাদ সহ বেশকিছু সিনেমা মুক্তি পাবে। আশা করছি বরবাদ ও অন্যান্য সিনেমা গুলোর পাশাপাশি আমার সিনেমাটিও দর্শকরা উপভোগ করবেন।”

সিনেমাটির পরিচালক আসিফ ইকবাল জুয়েল বলেন, “ফোর্স একটি শক্তিশালী গল্পের সিনেমা। এটি নিয়ে আমরা অনেক পরিশ্রম করছি। দর্শকরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন এবং আমাদের কাজের প্রশংসা করবেন বলে আশা করি।”

উল্লেখ্য, ম্যাক দিদার অভিনীত প্রথম সিনেমা ‘খোদা হাফেজ’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। অনিক বিশ্বাসের পরিচালনায় এতে ম্যাক দিদারের বিপরীতে অভিনয় করেছেন নিপা আহমেদ রিয়েলি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ