রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে সম্প্রতি নতুন দিনের চিত্রনায়ক অনিক রহমান অভি’র হাত ধরে মহান বিজয় দিবসে উদ্বোধন হয়েছে বিশ্বমানের শপিংমল ‘কোনাপাড়া শপিং কমপ্লেক্স’। উদ্বোধনে চিত্রনায়ক অভি ছাড়াও উপস্থিত ছিলেন শপিংমল কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে।
আন্তর্জাতিক মানের শপিং এক্সপেরিয়েন্স, অফিস, ফুড কোর্ট, রেস্টুরেন্ট এন্টারমেইনমেন্ট ও ফ্যাশন এন্ড লাইফস্টাইল সহ একের ভেতর সব সুবিধা নিয়ে কোনাপাড়ার প্রাইম লোকেশনে গড়ে উঠছে সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মল কোনাপাড়া শপিং কমপ্লেক্সটি।
উল্লেখ্য, চিত্রনায়ক অভির প্রথম সিনেমা ‘সেদিন বৃষ্টি ছিলো’ মুক্তি পায় ২০১৪ সালে। শাহীন সুমনের পরিচালনায় সিনেমাতে অভির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা রত্না। এছাড়া মুক্তি পেয়েছে ভালোবাসা ডটকম, পোস্টমাস্টার ৭১, আগে যদি জানতাম তুই হবি পর। মুক্তির অপেক্ষায় আছে ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘আমার সিদ্ধান্ত’, ‘বদলা’ ‘পরাণ পাখি’, ‘আবার বৃষ্টি এলো’ প্রভৃতি।