মেহেদী হাসান, জামালপুর:
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দামেশ্বর ঘুন্টি এলাকায় দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২০ লাখ ৪৫ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন- কেন্দুয়া ইউনিয়নের দামেশ্বর ঘুন্টি এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম ও একই এলাকার মো. মেহেরের ছেলে জহুরুল ইসলাম। তাদের মধ্যে আগে গ্রেপ্তার শফিকুল ইসলামকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে তার স্বীকারুক্তির সূত্র ধরে ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দামেশ্বর ঘুন্টি এলাকা থেকে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগে জানা গেছে, জামালপুর সদরের কেন্দুয়া দামেশ্বর এলাকার গৃহিনী মামলার বাদী রুকু বেগমের স্বামী মো. শাহজাহান আলী ও তার ছোট জা সাথী আক্তারের স্বামী মো. রসুল মাহমুদ সিঙ্গাপুর প্রবাসী। গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ভুলবশত ঘরের দরজা খোলা রেখেই গৃহিনী রুকু বেগম ও তার জা সাথী আক্তার, তাদের বৃদ্ধ শাশুড়িসহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম থেকে জেগে ঘরের সকল আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরের দুটি কক্ষ থেকে নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ১৬ লাখ টাকার বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহিনী রুকু বেগম বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ের ২/৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তদের অন্যতম মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে তাকে তিনদিনের রিমান্ডে নেন মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরির্দশক (এসআই) মো. খাইরুজ্জামান।
রিমান্ডে শফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মো. জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরির্দশক (এসআই) মো. খাইরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, প্রথম গ্রেপ্তার মো. শফিকুল ইসলামের রিমান্ড শেষ হয়েছে। তাকেসহ ২৩ ডিসেম্বর সোমবার গ্রেপ্তার হওয়া মো. জরুরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে অন্যান্য দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের দামেশ্বর ঘুন্টি এলাকার দুই প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাড়ি থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কারগুলো উদ্ধারসহ জড়িত অন্যান্য দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছ