মুন্সী ইউসুফ, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাসমূলক পদক্ষেপের জন্য সংস্থান ও তহবিল সংগ্রহের লক্ষ্যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কমিউনিটি গ্রুপের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতা ও রাইমস্’র কারিগরি সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার সহকারী প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব প্রবীর কুমার দেবনাথ, ইউপি সদস্য সোহেল হাওলাদার, সাংবাদিক মুন্সী ইউসুফ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ইমাম, কৃষক ও মৎস্যজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাসমূলক পদক্ষেপের জন্য সংস্থান ও তহবিল সংগ্রহ, দুর্যোগকালীন সময়ে প্রস্তুতি নেওয়া, জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে যথাসময়ে সাইক্লোন শেল্টারে যাওয়াসহ দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র বহনের বিষয়ে আলোচনা করা হয়।