31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

গোপালপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন

নুর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
টাঙ্গাইলের গোপালপুরে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সোমবার প্রথম প্রহরে, গোপালপুর উপজেলা পরিষদের বিআরডিবি মাঠে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

এছাড়াও, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায়, বিআরডিবি মাঠে পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সমেরেন্দ্রনাথ বিমল, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও, সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালি বের করা হয়। উপজেলার নুঠুর চর, কাগুজী আটা গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ