মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তপ্পধর্নীর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয়তাবাদী দল বিএনপি, সরকারী, বে-সরকারী, বিভিন্ন সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেরা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন(ফারুক প্রফেসর),বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকন, বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, বীর মুক্তিযোদ্ধা এসকান্দার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহবুব মুন্সি, কালকিনি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরুদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজান বেপারী , উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড, মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম , উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের আহবায়ক প্রার্থী মামুন সিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম সহ বিভিন্ন সরকারী বে-সরকারী অফিস ও অংগ সংগঠনের সদস্যরা।