কলাপাড়া সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’র উদ্যোগে দুর্যোগ বিষয়ক গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দুর্যোগে করণীয় ও সচেতনতা বিষয়ক পরামর্শবার্তা পৌঁছানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
জানা গেছে, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সার্বিক সহায়তা ও রাইমস-এর কারিগরি সহায়তায় প্রকল্প এলাকার বিভিন্ন হাট-বাজার, খেলার মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে চলে এসব প্রদর্শনী।
চরচাপলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. আলী আহম্মদ।
প্রকল্পের লক্ষ্যও উদ্দেশ্য নিয়ে কথা বলেন সেইভ দ্য চিলড্রেন অফিসার সনজিতা হালদার। এসময় জাগোনারী’র প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাসের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সদস্য, শিক্ষকবৃন্দ, ভলান্টিয়ার ও দুর্যোগে বিপদাপন্ন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ জিহাদি। এসময় বক্তব্য প্রদান করেন ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অনিত্য কুমার হালদার, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার ফারুক, ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছেল হক, ইউপি সদস্য মো. সোহেল হাওলাদারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নাটক ও জারিগানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন খুবই ভালো একটি উদ্যোগ। শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রদর্শনটি উপভোগ করেছে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে। জাগোনারী’র এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’
এ বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, ‘উপকূলীয় এলাকায় প্রাকৃতিক ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতি বছর কম-বেশি ক্ষতি করে। সবুজ বনাঞ্চল দিনদিন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বনাঞ্চল রক্ষা করার বিকল্প নেই। জাগোনারী’র এই প্রদর্শনীর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বনাঞ্চল রক্ষা, দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়গুলো জানতে পেরে ভালো লেগেছে।’
জাগোনারী’র প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, ‘জাগোনারী বরগুনার একটি সংস্থা। ২৬ বছরের পথচলা। জাগোনারী’র উদ্যোগে দুর্যোগ এন্টিসিপেট প্রোগ্রাম করা হচ্ছে। জার্মান ফেডারেশন ফরেন অফিসের আর্থিক সহায়তায় সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সার্বিক সহায়তা ও রাইমস্-এর কারিগরি সহায়তায় দুর্যোগের আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছি। প্রাকৃতিক ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে পটুয়াখালীর এই নিম্নাঞ্চল বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠী জেলে, কৃষক ও দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি।’
জাগোনারী’র দুর্যোগ বিষয়ক গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী অনুষ্ঠানে আগত সবাই মুগ্ধ হয়েছেন এবং ব্যতিক্রমধর্মী এ আয়োজন করায় আয়োজকদের ভূয়সি প্রশংসা করেছেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ, জাকিয়া আক্তার ও মো. রহমত উল্লাহ রাজু।