মহিপুর থানা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর পক্ষ থেকে ৫ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় সংস্থার কলাপাড়া সিডিপি অফিসে আয়োজিত উচ্চ শিক্ষার জন্য বিশেষ উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক। এছাড়াও শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। এসময় উপবৃত্তি পেয়ে গুড নেইবারস বাংলাদেশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।