31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কালকিনিতে পান বরজ আগুনে পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের ৪জন কৃষকের পান বরজ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার রাত ১টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানবেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ও স্থানীয়রা জানান, আমরা আমাদের বরে সারাদিন কাজ করে যারযার বারি চলে যাই। রাত অনুমানিক ১টার সময় আমাদের কাছে ফোন আসে আমাদের বরজে আগুন জ্বলছে। তারাতারি বরজে গিয়ে আন্যান্যদের সাথে খালের পানি দিয়ে অনেক চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রন আনি। আগুন নেভানোর পর দেখতে পাই ২টি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে। এবং ৫টি স্থানে এক সময়ে আগুন লাগানো হয়েছে যাতে সমস্ত বরজ এক সাথে পুড়ে যায়। আগুনে ওসমানবেপারী ( ৩৯) পিতা মৃত সিদ্দিক বেপারী, গ্রাম-পাঙ্গাসিয়া ,আঃ রব হাওরাদার ( ৫০) পিতা মৃত আইয়ুব আলী হাওলাদার, ভাষাই বেপারী ( ৬৫)পিতা মৃত কালু বেপারী, সোহাগ বেপারী পিতা (৪২) পিতা মৃত সিদ্দিক বেপারী,সর্ব গ্রাম পাঙ্গাসিয়া, কালকিনি ,মাদারীপুর। সিরাজ সরদার( ৩৫) পিতা সিদ্দিক সরদার গ্রাম খাঞ্জাপুর গৌরনদী বরিশাল এদের সকলের মিলে ২০০শত পান গাছ আগুনে পুড়ে যায়। কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, রাত আমাদের কাছে পানের বরজে আগুন লাগছে আপনার আসুন, পরক্ষনে আমরা কাছাকাছি পৌছাইলে তারা জানান আগুন নেভানো হয়েছে আপনাদের আসা লাগবে না, পরে আমরা চলে যাই।

- Advertisment -

সর্বশেষ সংবাদ