কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাসের গুরুত্ব, ঝুঁকি ও গ্যাপ সনাক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ডালবুগঞ্জ ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের হলরুমে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতা ও রাইমসের কারিগরি সহায়তায় পৃথক পৃথক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডালবুগঞ্জে জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তারের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা লিটন চন্দ্র রায়, ইউপি সচিব প্রবীর কুমার দেবনাথ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, ইউপি সদস্য সোহেল হাওলাদার, ডালবুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক মনির হোসেন মাসুম, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক প্রমুখ।
লতাচাপলীতে জাগোনারী’র সহকারী প্রকল্প কর্মকর্তা ফিরোজ মাহমুদের সঞ্চালনায় ও ইউপি সচিব রাশেদ নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিপিপি ডেপুটি কমান্ডার শফিকুল আলম, ইউনিয়ন বনবিভাগ কর্মকর্তা আলাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল হাসান, সাংবাদিক ইব্রাহিম ওয়াহিদ প্রমুখ।
এসময় উপকূলীয় এলাকায় দুর্যোগকালীন সময়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আগাম সংকেত জানতে ও ভালোভাবে দুর্যোগ প্রস্তুতি নেওয়াসহ দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে আলোচনা করা হয়। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে বিভক্ত করে দুর্যোগকালীন সময়ে প্রস্তুতি, আগাম সতর্কতা ও করণীয় বিষয়ে ওয়ার্কশপের মাধ্যমে পৃথক পৃথক মতামত নেওয়া হয় এবং পর্যালোচনা শেষে পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় স্থানীয় স্বেচ্ছাসেবী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ইমাম, কৃষক ও মৎস্যজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।