মুন্সী ইউসুফ, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের উদ্যোগে শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলামের উদ্বোধনের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে পুরাতন মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা, ট্যুরিজম পার্ক এলাকা পরিচ্ছন্ন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় বিডি ক্লিনের বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কলাপাড়াসহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবকরা। এ কার্যক্রমে কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর গাইড ও ট্যুর অপারেটরসহ স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সহযোগিতা করেন।
বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, ‘সাগরকন্যা কুয়াকাটা সারা বিশ্বের কাছে অন্যতম একটি পর্যটনকেন্দ্র। এই পর্যটনকেন্দ্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই সৈকতে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আশা করছি আমাদের এই কার্যক্রম স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনসহ স্থানীয়দের উৎসাহী করবে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কারে আমরা বদ্ধপরিকর। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের সহযোগিতায় আমরা আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কার করছি। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল সহযোগিতায় প্রস্তুত।’