31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে  মতবিনিময় সভা 

নুর আলম সুমন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, 
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন এর সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মতবিনিময় সভা করা হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সুজন- সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন।

এতে বক্তব্য রাখেন পি.এফ.জি এর সমন্বয়কারী শাহ আলম প্রামানিক, সুজন উপজেলা কমিটির সহ-সভাপতি আখতার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সভাপতি মনিরুজ্জামান তরফদার (বাবু), নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু, সেবক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার খায়রুল ইসলাম, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভান, ভূঞাপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ রাব্বি অনিক, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা রেজাওনুল করিম রানা, যমুনা পাড়ের জনগণ সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মিয়া, তারুণ্যের আলো সংগঠনের সহ সমন্বয়ক শাহ আলম প্রমুখ।



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন তার বক্তব্যে  বলেন, আমি আশা করছি স্থানীয় সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সাথে নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানপূর্বক একটি  সুন্দর ভূঞাপুর গড়ে তোলা সম্ভব। বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিছু কিছু সমস্যার কথা শুনেছি, যেগুলো সমাধানের লক্ষ্যে দ্রুততার সঙ্গে  উদ্যোগ গ্রহণ করা হবে। সেইসাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যেকোনো ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সংগঠন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

- Advertisment -

সর্বশেষ সংবাদ