31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ওয়েভ সোসাইটি ফর আরবান পিপল এর উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বীজ বিতরণ

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড শিকার জনার্দ্দনপুরে ওয়েভ সোসাইটি ফর আরবান পিপল এর উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর ) বিকালে হাজী নরুল আলম অবঃ সেনা কর্মকর্তার সভাপতিত্বে, মোঃ হানিফ মিজীর সন্চালনায় শিকার জনার্দ্দনপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব দিদারুল আলম (মোশারফ)। মৃল বক্তব্য উপস্থাপন করেন মোঃ হারুন রশীদ বিশিষ্ট সমাজ সেবক ও অন্যতম পৃষ্টপোষক।আরো বক্তব্য প্রদান করেন মাস্টার হারুন রশীদ সহকারী শিক্ষক জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়।সাংবাদিক কমল পাটোয়ারী নির্বাহী সদস্য মিরসরাই উপজেলা প্রেস ক্লাব। জামসেদ আলম সহ ও শতাধিক স্থানীয় প্রান্তিক কৃষক।
প্রধান পৃষ্ঠপোষক জনাব দিদারুল আলম মোশারফ বলেন, ওয়েভ সোসাইটি ফর আরবান পিপল বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সব সময় পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায়দের আর্থিক ও বীজসহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান এটা চলমান প্রক্রিয়া।পরে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকার অনুদানের প্যাকেট প্রদান করা হয়

- Advertisment -

সর্বশেষ সংবাদ