নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (২৯শে নভেম্বর) কওমি ওলামা পরিষদ ও ইমাম মোয়াজ্জিন পরিষদ গোপালপুর উপজেলা শাখা এর- আয়োজনে এবং আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু করে গোপালপুর বাস স্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে থানা চত্বরে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে ইসকন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ সহ চট্টগ্রামে আদালতে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এতে বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুফতি নাজির সিদ্দিকী, সহ-সভাপতি কওমি ওলামা পরিষদের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা শাকের আহমদ, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি হাফেজ নুর উদ্দিন।