31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মিরসরাই উপজেলা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি ঘোষণা

মিরসরাই প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মিরসরাই উপজেলার কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ রফিকুন্নবী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শহীদুল আলম। কমিটির অন্যান্যরা হলো সিনিয়র সহ-সভাপতি তমাল কৃষ্ণ দে, সহ-সভাপতি জগদীশ দেব নাথ, সদস্য ওমর ফারুখ, হারাধন চক্রবর্তী, মোজাম উদ্দিন, নুরুল আবছার, সিরাজ-উদ-দৌলা, আশরাফুল আলম, মোসলেহ উদ্দিন, ইকবাল হোসেন, শহিদুল হক, ইউনুছ, আবদুল আল মামুন, এমদাদ হোসেন, নুরুল করিম। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল গনি স্বাক্ষরিত কমিটি আগামী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

মিরসরাই উপজেলা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটির সভাপতি রফিকুন্নবী জানান, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস্ সমিতি সমগ্র বাংলাদেশের ঔষধ ব্যবসায়ীদের সরকার স্বীকৃত একমাত্র জাতীয় সংগঠন। এই সংগঠনের ব্যাপকতা সমগ্র দেশব্যাপী এবং সাংগঠনিক কর্মকান্ড একইভাবে একই নিয়মে চলে আসছে দীর্ঘকাল ধরে। তারই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মিরসরাই উপজেলা উপশাখার সকল কেমিস্টদের সংগঠিত শক্তি হিসেবে বৃহত্তর চট্টগ্রাম শাখা কেন্দ্রীয় কার্য্যালয় কর্তৃক মিরসরাই উপজেলা উপশাখার ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ