31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি ঃ

ভু .রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দল পি ডি পি কো-চেয়ারম্যান নিলুফার পান্না কোরেশী ও মহাসচিব প্রিন্সিপাল এম এ হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন , আমরা গভীর দুঃখের সংগে লক্ষ্য করছি , পি ডি পি থেকে বহিস্কৃত কতিপয় সদস্য দলীয় প্যাড,দলের ফেসবুক আই ডি ব্যবহার করে স্বঘোষিত পদবী দিয়ে পরিকল্পিত ভাবে দলকে খন্ডিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।বহিঃস্কৃত সদস্যরা হচ্ছেন ,মোং মুনিরুল ইসলাম ,কাজী আদনান তাজিম তুষার ,আমানত উল্লাহ আমান এবং নুরুল আলম ।

উল্লেখ্য পার্টির চেয়ারম্যান ও পি ডি পি প্রতিষ্ঠাতা ডক্টর ফেরদৌস আহমদ কোরেশীর অসুস্থতার সূযোগ নিয়ে ২০১৭ সালে যারা বিকল্প পি ডি পি গঠন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং পি ডি পি কে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছন ,তাদের পক্ষ অবলম্বন করেছে বহিঃস্কৃত ও কতিপয় বহিরাগত সদস্য ।
দেশব্যাপি পিডিপি সাংগঠনিক কার্যক্রমকে বাঁধা গ্রস্থ এবং ইসি নির্দেশনা শর্তাবলী যথাযথ ভাবে যাতে কার্যকর না হয় ,সেই লক্ষ্যে প্রতিনিয়তই ষড়যন্ত্র করছে বহিস্কৃত সদস্যরা ।
এমতাবস্থায় দলের কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম কমিটি দেশব্যাপি নেতা- কর্মিদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্ববান জানিয়েছেন ।
দলের হাই কমান্ড গভীরভাবে লক্ষ্য করছেন,দলের মধ্যথেকে একটি ক্ষুদ্র গোষ্টি পরিকল্পিতভাবে দুই বছর যাবত বিভিন্নভাবে দলের নিবন্ধন বাতিল করার উদ্দেশে পরাজিত শক্তিকে উৎসাহিত করে আসছে ।
দলের সর্বস্তরের নেতা কর্মিদের জ্ঞাতার্থে অবগত করানো যাইতেছে যে , সেনা সদস্য মুহাম্মদ মুনিরুল ইসলাম ২০১৭ সালে তথ্য গোপন করে মিরপুরের ব্যবসায়ী হিসাবে সদস্য ফর্ম পুর্ন করে সদস্যপদ লাভ করে । দলের প্রতি গভীর আনুগত্যটা ,অতি উৎসাহ,ও আচরন বিধি এবং দলে গ্রুপিং লবিংয় সন্দেহ হলে দলের হাই কমান্ড একটি তদন্ত কমিটি গঠন করে,জানতে পারেন তিনি একজন কর্মরত সেনা সদস্য ।( মোঃ মনিরুল ইসলাম ,কর্মরত সেনাসদস্য,আই ডি নং-বি আই আর ১১৯৪২২, সেনা নং ঃ- ৪০৪০৯৮২, পি এ পরিদপ্তর ,এজি শাখা, সেনা সদর । ঢাকা সেনানিবাস ) ।

তথ্য গোপন ও মিথ্যার আশ্রয় এবং অসাংগঠিক কার্যকলাপে জড়িত থাকায় দলের নিবন্ধন বাতিলের অব্যহত যড়যন্ত্রে লিপ্ত থাকায় দল তাৎক্ষনিকভাবে তাকে বহিস্কার করে ।
মোঃ মনিরুল ইসলামের শ্যালক ( শালা) কাজী আদনান তাজিম তুষার মনিরুলের চক্রান্তের সহকর্মী হিসেবে দু’হাজার আটার তে দলে যোগদেন ।
মুনিরের শ্যালক হিসেবে ২০১৮ তে দলীয় প্রভাব খাটিয়ে “নির্বাচন কমিশন সংলাপে “ প্রগতিশীল গণতান্ত্রিক দল পি ডি পি প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে অংশগ্রহনের সুযোগ পায় । সংলাপে অংশ নিয়ে তার নেতৃত্বে কো-চেয়ারম্যান সহ প্রতিনিধি দল অংশ নিয়েছে বলে দাবী করে পত্রিকা সহ দুটি অনলাইন পত্রিকা সংবাদ পরিবেশন করে ।
নিজেকে স্বঘোষিত মহাসচিব ঘোষনা করায় দলীয় শৃখ্ঙলা ভঙ্গের অপরাধে তাৎক্ষনিক তাকে বহিস্কার করা হয় ।
ছাত্র পরিষদ বিষয়ক সম্পাদক আমানত উল্লাহ আমান দলের নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে অন্ধকারে সংগঠন বিরোধীদের সাথে হাত মিলায় ।ছাত্র পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলেও কোন তোয়াক্কা না করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকা ,মাস্তান গ্রুপের লিডার সেজে নেতা কর্মিদের হমকী দেয়া ,ছাত্র পরিষদের কতিপয় সাবেক সদস্য নিয়ে চাঁদাবাজী করায় এবং শো’কজের জবাব না দেয়ায় তাকে চুড়ান্ত ভাবে বহিঃস্কার করা হয় ।
একই অপরাধে আমানের দোসর নুরুল আলম কেও বহিঃস্কার করা হয়। ।
বহিস্কৃত সদস্যরা একই এলাকার অধিবাসী ও আত্বীয় স্বজন । দলকে কুক্ষিগত করার উদ্দেশে তারা দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে । দলের সাংগঠনিক তত্পরতা ব্যাহত করার লক্ষ্যে নেতা কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে ।
দলের সংকটময় মুহুর্ত নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বাবান জানিয়েছেন পার্টির মহাসচিব প্রিন্সিপাল এম এ হোসেন ।

বার্তা প্রেরক
প্রিন্সিপাল এম এ হোসেন
মহাসচিব
প্রগতিশীল গণতান্ত্রিক দল পি ডি পি

- Advertisment -

সর্বশেষ সংবাদ