31 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপি নারী নির্যাতন প্রতিরোধে প্রচারভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর সাইক্লোন শেল্টার মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর জীবন-জীবিকা প্রকল্পের উদ্যোগে দাতা সদস্য কার্ক ইন এক্টি (কিয়া) নেদারল্যান্ডস’র সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের অর্গানাইজার এলবার্ট শোভন বিশ্বাস ও ফিল্ড ফ্যাসিলিটেটর রাবেয়া আক্তারের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ম্যানেজার বাসুদেব গুহ। পরে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযানের পটভূমি পাঠ করেন মিসেস সাথী রায়।

এসময় স্থানীয় নারী ইউপি সদস্য মাহফুজা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেরোনিকা সীমা রোজারীয়, সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক, নারীনেত্রী জুলিয়েট বাড়ৈ, সুজাতা বাড়ৈ, কানিজ ফাতিমা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলেই তা প্রতিরোধ করতে হবে। ছেলে-মেয়ের মাঝে বৈষম্য দূর করতে হবে। নারীদের নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। আমাদের মেয়েদের মেধা ও মনকে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে এর সুফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে সংস্থার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী দলের সদস্যসহ দুই শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতার অবসান ঘটানোর লক্ষ্যে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপি ক্যাম্পেইন পরিচালিত হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ