31 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

মধুপুর  চাকন্ডতে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ


 টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকায়  ক্বারী জামাল নুরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার।  মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাবাড়ী ক্ব‌ওমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মমিন, শালিখা ফাযিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, হযরত মাওলানা আব্দুল কাদের। এসময়  উপস্থিত ছিলেন, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম, জাকির হোসেন তালুকদার, আব্দুর রাজ্জাক তালুকদার, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, মধুপুর উপজেলা প্রেসক্লাবের

 সাধারণ সম্পাদক বাবুল রানা,  সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সার্বিক পরিচালনায় ছিলেন জুলহাস উদ্দিন তালুকদার। সভায় সর্বসম্মতিক্রমে বার্ষিক ওয়াজ মাহফিলের  তারিখ ২০২৫ এর ৪ ও ৫ জানুয়ারি শনি ও রবিবার নির্ধারণ করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ