31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

গল্পকার রিপনচন্দ্র মল্লিকের লেখা শিশুদের নিয়ে, দুরন্ত ক্লাস ক্যাপ্টেন

রাকিব হাসান, মাদারীপুর;

এই সময়ের মেধাবী গল্পকার রিপনচন্দ্র মল্লিকের এবারের বইমেলায় শিশুদের জন্য একটি নতুন গল্পের বই লিখেছেন। বইটির নাম ‘দুরন্ত ক্লাস ক্যাপ্টেন’। বইটি মেলায় প্রকাশ করেছে শিশু কিশোরদের বইয়ের প্রকাশনী সংস্থা প্রিয় প্রকাশ। বই মেলায় শিশু চত্বরের প্রিয় প্রকাশের ৬১৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কের প্রিয় প্রকাশের প্রকাশক আতিকুর রহমান বলেন, রিপনচন্দ্র মল্লিক মূলত বড়দের জন্য ছোটগল্প লিখে থাকেন। এবং তার লেখা বড়দের গল্পগুলো অসাধারণ। এরই ধারাবাহিকতায় এবার তিনি শিশুদের জন্যও গল্প লিখেছেন। আমরা তার লেখা বেশ কয়েকটা গল্প নিয়ে মেলায় প্রকাশ করেছি ‘দুরন্ত ক্লাস ক্যাপ্টেন’ নামের শিশুতোষ গ্রন্থটি। আমরা আশা করছি, বইটি শিশু পাঠ করলে শিশুদের মনের খোরাক মিটবে।

এপ্রসঙ্গে গল্পকার রিপনচন্দ্র মল্লিক বলেন, আমি শিশু কিশোরদের জন্য বেশ কিছু লেখালেখি করেছি। এবারের মেলায় প্রিয় প্রকাশ শিশুতোষ গল্পের বইটি প্রকাশ করেছে। এবং মেলার পরে শিশুদের উপযোগী করে বাংলাদেশের ইতিহাস নির্ভর শিশুতোষ উপন্যাস লিখেছি। সেটির প্রকাশিত হবে। আশা করি, আমার শিশুতোষ উপন্যাসটি পড়েও শিশু কিশোররা মুগ্ধ হবে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ