31 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

”নারী জাতি”’নারী জাতি”

”লেখকঃজান্নাতুল ফেরদৌসী”’

অসহায় নারীদের করুণ দৃষ্টি
কষ্ট জমায় মনে,
নারীদের দুঃখের কাহিনী
কেই বা কখন শোনে।

দুঃখের কথাগুলো চেপে রাখে নারী
নিজের মনের মধ্যে,
ফুটিয়ে তোলে না তার কথামালা
কবিতা,ছন্দে, গদ্যে।

নারীত্বের বাঁধনে বাঁধা
সকল জাতির প্রাণ,
সদ্য ফোঁটা ফুলটি হতে
ছড়িয়ে পড়ে ঘ্রাণ।

অন্যের বাড়িতে কাজ করতেও
দ্বিধা করে না নারী, সন্তানের কথা ভেবে
ছোট্ট মেয়ের আবদার পূরণে
ব্যর্থ নারীর মন ওঠে কেঁদে।

দুঃসময়েও হয় না কেউ
মা -বোনদের সাথি,
শত আঘাতেও ভেংগে পড়ে না
অদম্য সাহসী নারী জাতি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ