31 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

মীরসরাইয়ে আবহমান উন্নয়ন সংস্থার কমিটি গঠিত সভাপতি আনোয়ার সম্পাদক সানি

মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি: “হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগান নিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন
‘আবহমান উন্নয়ন সংস্থা’র ২০২৫-২৬ সেশনে কার্যকারী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলার বারইয়ারহাট পৌরসদরস্থ আবহমান উন্নয়ন সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘দেশের উন্নয়নে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুল হক নিজামী, হাসানুজ্জামান সানী, আবদুল মান্নান রানা, দিদারুল আলম সোহেল, ইমাম হোসেন, হাসান বাপ্পী, ছাইফুর রহমান, আবদুল্লাহ আল মামুনসহ প্রমুখ।
সভা শেষে সবাই সর্বসম্মতিক্রমে আবহমান উন্নয়ন সংস্থার সভাপতি নির্বাচিত করেছেন আনোয়ারুল হক নিজামী ও হাসানুজ্জামান সানীকে সাধারণ সম্পাাদক ঘোষণা করা হয়। সভায় আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য সভাপতি ও সম্পাদকে দায়িত্ব অর্পণ করা হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ