স্টাফ রিপোর্টারঃ ঢাকার যাত্রাবাড়িতে দুই সন্তানের জনক মুরসালিন ভূইঁয়া শীতল (২৯) নামে এক স্কুলের পিয়ন এক কলেজ ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় মুরসালিনের স্ত্রী সুমি (২৮) নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৭১০/২০২৪।
জানা গেছে, মুরসালিন ভূইঁয়া শীতল যাত্রাবাড়ির মাতুয়াইল দক্ষিণপাড়ার মৃত কবির ভূইঁয়ার ছেলে। তিনি মাতুয়াইল বহুমুখী হাই স্কুলের পিয়ন। স্ত্রীর অগোচরে দীর্ঘদিন ধরে দনিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সোহানা আক্তার (১৯)-এর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক করে আসছিলেন তিনি। পরবর্তীতে তার স্ত্রী সুমি জানতে পেরে প্রেমে বাধা দেন। এতে মুরসালিন সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করাসহ পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যান সুমি। এই সুযোগে গত ১০ নভেম্বর কলেজ ছাত্রী সোহানাকে নিয়ে উধাও হয়ে যান মুরসালিন। মুরসালিন-সুমি দম্পতির জান্নাতুল ফেরদৌস (৭) ও মেহেরুন্নেসা নূর (৪) নামে দুটি মেয়ে সন্তান রয়েছে।
মুরসালিনের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমাকে মারধর করে যৌতুকের টাকা নিতে আমার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয় মুরসালিন। পরে শুনি তার পরকীয়া প্রেমিকা সোহানাকে নিয়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বক্তব্য নিতে কলেজ ছাত্রীকে নিয়ে উধাও হওয়া পিয়ন মুরসালিন ভূইঁয়া শীতলকে একাধিকবার ফোন দিলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।