মুন্সী ইউসুফ, কলাপাড়া সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছকিনা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রবাসী রুহুল আমিন খানের স্ত্রী আহত ছকিনা বেগম বলেন, ‘স্থানীয়দের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার দিন নিজের জমি থেকে মাটি কেটে ঘরের কাজে ব্যবহার করছিলাম, এমন সময় খলিল হাওলাদার ও জলিল হাওলাদার নিজেদের জমি দাবি করে আমার উপর হামলা চালায়। এসময় আমার হাতে থাকা কোদাল কেড়ে নিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি রক্তাক্ত জখম হই। পরে অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। আমি এর বিচার চাই।’
এ ঘটনায় অভিযুক্ত খলিল হাওলাদার ও জলিল হাওলাদারের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।’