31 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

আসছে কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ “স্মৃতিরা অমলিন”

নিজস্ব প্রতিবেদকঃ কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার একজন ভালো লেখক হিসেবে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কবিতা ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক নানা বিষয়ের উপর লেখাগুলো হরহামেশাই ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে কবিতা থেকে গল্পের জগতে প্রবেশের চেষ্টায়, জীবন ঘনিষ্ঠ এবং চলার পথে বাস্তব ঘটনার শাব্দিকরূপে উপস্থাপিত গল্পের ডালি নিয়ে আগামী বইমেলা উপলক্ষ্যে আসছে তাঁর গল্পগ্রন্থ “স্মৃতিরা অমলিন”। প্রাণের মেলা প্রকাশনী এটি প্রকাশ করছে। প্রচ্ছদ করেছেন হাসনাত সাইফুল।

নতুন গল্পগ্রন্থ নিয়ে লেখক বেল্লাল হাওলাদার বলেন, ‘একজন লেখক যখন লিখেন, তখন সেটা তাঁর বিশেষ মানুষের স্মৃতি, নিজস্ব অভিজ্ঞতা, জ্ঞান ও বিশেষত তাঁর দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই লিখেন। চেষ্টা করেছি নিজের স্মৃতিগুলোকে শিমুলতুলোর মতো ছড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমার মায়ের স্মৃতিচারণে লেখা গল্প পড়লে পাঠককে কাঁদাবে। আশা করি পাঠক এই গল্পের বইটি পড়ে অনুভব করতে পারবেন ফেলে আসা মায়ের সাথে নানান স্মৃতিচারণ।’

লেখক তাঁর এই গল্পগ্রন্থটিতে বাস্তবতার নিরিখে সাতটি জীবনঘনিষ্ঠ ও হৃদয়গ্রাহী কাহিনী বিন্যাসে চিত্রায়ণ করেছেন। তিনি বলতে চেয়েছেন মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও মধুর সময়ের গল্প-ঘটনা মিলেই তো জীবন। কিন্তু কোনো গল্প-ঘটনা মানুষ অনুভব করতে পারেন; কোনোটা পারে না। অথচ হতে পারে গল্পটি একজন মানুষকে শেখার বা শেখানোর।

এর আগে ২০২০ সালে কবি বেল্লাল হাওলাদারের ‘আবেগ ভরা হৃদয়’ কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া তিনি বেশ কয়েকটি যৌথ কবিতা সংকলনের সম্পাদনা করেছেন। যা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরমধ্যে ‘তবুও আশায় বাঁচি’, ‘অপূর্ণ ইচ্ছে’, ‘মা আমার চন্দ্রতারা’, ‘আলোর মশাল’ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ