কলাপাড়া সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা কনফারেন্স সভা কক্ষে সেইভ দ্য চিলল্ড্রেন’র আর্থিক ও রাইমস্’র কারিগরি সহযোগিতায় উন্নয়ন সহযোগী সংগঠন জাগোনারী’র বাস্তবায়নে Child Centred Anticipatory Action Project এর আওতায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির Early Warning, Anticipatory Action & SOD বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্জমকর্তা নাব মো. রবিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ পারভেজ, প্রফেসর মো. আরিফুর রহমান, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মোকসদুল আলম, ওসি মো. জুয়েল ইসলাম, রাডার স্টেশন ইনচার্জ ও জাগোনারী এন্টিসিপেটরি একশন প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স, প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ আরও অনেকে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাগোনারী’র কার্যক্রমের প্রশংসা করেন এবং এন্টিসিপেটরি প্রকল্পের কাজে সহায়তা, সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান, সকল সংস্থাকে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে একযোগে কাজ করার কথা বলেন। উপস্থিত সকলে উম্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের মতামত প্রদান করেন।