31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

চৈতন্যেরহাটে আল-আমিন ফল ভান্ডারের সাটার ভেঙে ফল চুরি

মিরসরাই প্রতিনিধিঃমিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট বাজারে শুক্রবার গভীর রাতে আল-আমিন ফল ভান্ডারের সাটার ভেঙে ফল চুরি হয়েছে।চোরেরা দোকানের সাটারের তালা ভেঙে প্রায় দেড় লক্ষাধিক টাকার ফল নিয়ে গেছে।দোকান মালিক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘দোকানের ভেতর দেড় লক্ষাধিক টাকার ফল ভর্তি কেরেট রেখে বাড়িতে যাই। শনিবার সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি আমার দোকানের প্রায় ৩৫ টা ফল ভর্তি কেরেট যাহার বাজার দর প্রায় দেড় লক্ষাধিক টাকার ফল নিয়ে গেছে চোরের দল।

- Advertisment -

সর্বশেষ সংবাদ