31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ৯টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে ৭১৫জন শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেন এতে। 

আয়োজকরা জানান, কয়েক ধাপে টাঙ্গাইলের ৮টি উপজেলার ৭হাজারের অধিক শিক্ষার্থী  বৃত্তি পরীক্ষায় অংশ নিবেন।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইকরা বোর্ডের মহাসচিব আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, গোহাটা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নাজির সিদ্দিকী, মজিদপুর এতিমখানা ও কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন, টাঙ্গাইল আলহেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আরিফুর রহমান, টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাহদী হাসান, মহাসচিব মাওলানা নূরুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।

এ সময় পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান,নূরানী মাদ্রাসার শিক্ষাবৃত্তি পরীক্ষা এটি একটি প্রতিযোগীতামূলক পরীক্ষা। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে তাদের মেধার বিকাশ ঘটবে এবং মনোবল বৃদ্ধি পাবে। যা ভবিষ্যৎ লেখাপড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় অভিভাবকরা প্রতিবছর’ই এরকম প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ