31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

ধামরাইয়ে বিএল আর কতৃক প্রদান ছাগল ভেড়া কমপ্লিট পিলেট মেশিন এর শুভ উদ্বোধন

ওসমান গণি
ঢাকার ধামরাইয়ে বিএল আর কতৃক প্রদান ছাগল ভেড়া কমপ্লিট পিলেট মেশিন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে শরীফভাগ গ্রামে, সাভার ফার্মিং সিস্টেম রিসার্চ ডিভিশন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট আয়োজনে বিএল আর কতৃক প্রদান ছাগল ভেড়া কমপ্লিট পিলেট মেশিন এর শুভ উদ্বোধন করা হয়েছে এবং স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল ও ভেড়া পালনে সাশ্রয়ী কমপ্লিট প্যালেট ফিড এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড.রোজিনা খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বিএলআরআই এর মহাপরিচালক ড.এস এম জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বিএলআরআই গবেষণা পরিচালক ড.নাসরিন সুলতানা ও শরিফবাগ গ্রামের উদ্যোক্তা মোঃ মহাসীন
সহ সকল খামারীরা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ