31 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

গাজীখালীর নদীর পাড় দখল করে মার্কেট নির্মাণ

ওসমান গণি

ঢাকার ধামরাইয়ে আমতা গাজীখালী নদীর শাখা আলেক নদীর উপর ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বানির্জ্যকি মার্কেট নির্মাণ করেছে কাউছার ও রোমান গং এমন অভিযোগ উঠেছে। বিগত স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের ইউনিয়ন আওয়ামীলীগ দলের সাধারণ সম্পাদক ছিলেন কাউছার আলমের বড় ভাই মো. দেলোয়ার হোসন। তার একচ্ছত্র আধিপত্য কারণেই সরকারী নদীর পাড় দখল করে দুঃসাহস দেখাতে পেরেছে কাউছার আলম এমনটাই দাবী স্থানীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়,ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা ও আমতা গ্রাম দিয়ে বয়ে গেছে গাজীখালী নদীর শাখা আলেক নদী।
ধামরাইয়ের আমতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাউছার আলম ও রোমান হোসেন সরকারী সম্পত্তির উপর বানির্জ্যিক মার্কেট নির্মাণ করেছে। উপজেলার আমতা ইউনিয়নে কাউসার মার্কেট নির্মাণ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এইভাবে মার্কেট নির্মাণে নদী যেমন ভরাট ও দখল হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে নদীর পানির গতিপথে বাঁধার সৃষ্টি হওয়ার সম্ববনা দেখা দিয়েছে। স্বানীয়দের দাবী এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর পাড় দখল মুক্তসহ নদীর পানি যেন বাঁধাগ্রস্থ না হয়। স্থানীয় আওয়ামী লীগের সমর্থনের কারণে নদীর পাড় দখল করে বানির্জ্যিক ভাবে মার্কেট নির্মাণ করেছে কাউছার আলম। নদীর উপর মার্কেট নির্মাণের কারণে বর্ষার সময় পানির গতিপথের পরিবর্তন হতে পারে না। অবৈধ ভাবে যে সকল মার্কেট নির্মাণ করা হয়েছে ওই সকল অবৈধ স্থাপনা দ্রুত অবমুক্ত করতে হবে এমনটাই দাবী স্থানীয়দের।
আমতা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, আমার ভাই কাউছার আলম যেখানে মার্কেট করেছে সেটি আমাদের পৈত্রিক সম্পত্তি। একাধিকবার মাপ করে পৈত্রিক সম্পত্তি প্রমাণিত হয়েছে। সরকারি রাস্তা ও নদী বেশির ভাগ জমিই তাদের বলে দাবী করেন। তবে কাউছার আলম সরকারি সম্পত্তির উপর মার্কেট নির্মাণের কথা স্বীকার করে বলেন, এখানে কিছু মানুষের রোজিরোজগার হবে। তাদের কর্মসংস্থান হবে। এখানে ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হবে। ভূমি অফিস থেকে কর্মকর্তারা এসেছিল। তাদেরকেও ম্যানেজ করেছি। এখন সাংবাদিকরা পত্রিকায় সংবাদ প্রকাশ করলে কোন সমস্যা হবে না। এসব কথা বলতে বলতে তিনি সাংবাদিকদের ম্যানেজের জন্য কিছু উৎকোচ দেওয়ার অফার করেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বৈদ্য তিনি বলেন, কেউ যদি সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে দখল করে কোন ধরণের মার্কেট বা স্থাপনা নির্মাণ করে তার বিরোদ্ধে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে,

- Advertisment -

সর্বশেষ সংবাদ