31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ’র নির্দেশে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন

ইউসুফ ইউহানা, কলাপাড়া প্রতিনিধি

সম্প্রীতির বাংলাদেশ গড়তে পটুয়াখালীর মহিপুর থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মহিপুর থানা বিএনপির নেতৃবৃন্দ। দুর্গা উৎসব বাঙ্গালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে।

রবিবার (৬ অক্টোবর) শেষ বিকেলে মহিপুর থানার শ্রী শ্রী দূর্গা ও কালী মাতা নাট মন্দিরসহ থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মন্ডপের পূজারী, পূজা কমিটির সভাপতি ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি মো: জলিল হাওলাদার , সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহাজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, জাহিদুল ইসলাম রাজিবসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দর ভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি যাহাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোন সমস্যা না হয়, তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজার চলাকালীন তাদের এ পরিদর্শন অব্যাহত থাকবে

অপরদিকে লতাচাপলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।

- Advertisment -

সর্বশেষ সংবাদ