31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

মেলান্দহে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের মেলান্দহে ঘোষেরপাড়া ইউনিয়নের স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক জোর পূর্বক জমি দখলের পায়তারা, মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারবর্গ।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষেরপাড়ায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রকিবুল ইসলাম মানিক অভিযোগ করে বলেন, উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের সোহেল রানা ও জোরন আলী সহ একদল স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জোর পূর্বক পৈতৃক জায়গা জমি বেদখল করার পায়তারা করছে। জমি দখল করতে না পেরে মারধরের শিকার হয়েছেন তিনি।

তিনি আরও বলেন, জমি দখল করতে না পেরে তারা আদালতে মিথ্যা মামলা দায়ের করে আমাদের হয়রানী করছেন। আমাদের প্রাণনাশের হুমকীও দিয়েছেন। আমি ও আমার পরিবারের লোকজন প্রাণের ভয়ে পালিয়ে দিনাতিপাত করছি। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার ও চিহ্নিত এই ভূমিদস্যুদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন সংবাদ সম্মেলনে।

মেহেদী হাসান
জামালপুর।
১৫-০৯-২০২৪

- Advertisment -

সর্বশেষ সংবাদ