31 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

কিশোরগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন ২০২৪ ( বুধবার) সকাল ১০ টায় জেলা প্রশাসক কিশোরগঞ্জ এর সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য,
জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনের প্রতিনিধি দের উপস্থিতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব জাকিয়া পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোঃ শাহাদত হোসেন কবির, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম।
এতে রিসোর্স পার্সন ছিলেন সহকারী কমিশনার মেহেদী হাসান, রাহুল ঘোষ পলাশ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃআলপনা মজুমদার।
উন্মুক্ত দলগতভাবে আলোচনায় অংশ গ্রহণ করেন নাটাব সভাপতি সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল, তামাক নিয়ন্ত্রণ সংস্থা কাইডস্ এর নির্বাহী পরিচালক সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এ জেড এম শাহাদৎ হোসেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নারী নেএী বিলকিস বেগম, ডাঃ আব্দুল ওহায়াব, এড. আব্দুর রাশিদ ভূইয়া।
এর আগে জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা একই স্হানে অনুষ্ঠিত হয়। জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে আইন কার্যকর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisment -

সর্বশেষ সংবাদ