31 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে

তারিখঃ ২৬ এপ্রিল ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে সূতাবাড়িয়া গ্রামে রবিবার (১৪ এপ্রিল) রাত ১০টায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ শুরু হয়। মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবণি রায়, বিশিষ্ট সমাজসেবক ও মন্দির কমিটির উপদেষ্টা বাবু শ্যামল দাস প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পঞ্চবটি মন্দির কমিটির সভাপতি বাবু আইচ। এ সময় প্রাধান অতিথি মু. সাহীন বলেন, বর্তমান সরকারের অধীনে সবার ধর্ম স্বাধীনভাবে পালনের নিশ্চয়তা প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দিবেন। উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন করেছেন। পরে মন্দিরের খাবার ঘর সহ বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেন।

০১৭২৪১৪০৩৩৭

- Advertisment -

সর্বশেষ সংবাদ