31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

মৌলভীবাজারে দুই সংগঠনের যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল হক রাজু, মৌলভীবাজার (কুলাউড়া)|
আজ শনিবার (৯ ডিসেম্বর) মানবসেবা সামাজিক সংগঠন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৌলভীবাজার সদর উপজেলা গিয়াসনগর ইউ,পি শাখা এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার যৌথ আয়োজনে প্রথম বারের মতো মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর কবি নজরুল কে,জি এন্ড হাই স্কুলে এলাকাবাসীর প্রায় দেড় শতাদিক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, রক্তের গ্রুপ নির্ণয় করার পর সকলের হাতে ব্লাড টেষ্ট রিপোর্ট প্রদান করা হয়।

এরকম মহৎ উদ্যোগে সেবা নিতে পেরে এলাকাবাসী অনেক উপকৃত তাদের রক্তের গ্রুপ জানতে পেরে এবং তাদের মাঝে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহ প্রকাশ করেন।

এমন উদ্যোগ নেওয়ায় মানবসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সৈয়দ আহসান আক্তার দোলন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি মৌলভীবাজার জেলা টিম লিডার রুনা আক্তার লিজা’কে সেবাগ্রহনকারী সহ এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

- Advertisment -

সর্বশেষ সংবাদ