31 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

বঙ্গবন্ধু ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে এমনই রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ হাসি স্বাগতিক বাংলাদেশের।

তুমুল প্রতিদ্বন্দ্বিতা। হাড্ডাহাড্ডি লড়াই। সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ।

১-১, ২-২ সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ সেটের স্বাগতিকদের জয়ে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গ্যালারিতে উপস্থিত দর্শকরা হইহুল্লোড়ে মাতেন।

প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে ২৫-১৫ পয়েন্টে ও তৃতীয় সেটে ২৫-২২ পয়েন্টে টানা দুই সেট হারে স্বাগতিকরা।

তবে চতুর্থ সেটেই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে। আর পঞ্চম ও শেষ সেট ১৮-১৬ পয়েন্টে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ।

এর আগে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম সেটে (২৫-২২) হারে শ্রীলংকা, দ্বিতীয় সেটে (২৫-১৯) ও তৃতীয় সেটে (২৫-১৯) পর পর জয় দলটি।

- Advertisment -

সর্বশেষ সংবাদ