31 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কবিতা–“অনুরাগের কথা ” মোঃ আদিল মাহমুদ

প্রণয় বিধাতার সৃষ্টি,মনুজকে দেয় মহৎ কাজের
পুণ্য,
প্রণয় যদি ইহকালে হয় পূত পবিত্র, তবে নর হয়
ধন্য।
পিরিত অতিশয় জ্বালাময়ী,কষ্ট সহিতে পারা যে
অনন্য,
পিরিত কি!তাহা না জানিয়া, শত লক্ষ মনুষ্য হয়
জঘন্য।

প্রেম শান্তনার বাণী,ঐশ্বরিক,অবশ্য হইতে হইবে
মা-বাবার,
প্রেম মাথার মণি,একান্ত সম্পদ, থাকিলে মাতার
আবদার।
মায়া’ কি জিনিস সবাই জ্ঞাত না, যদি বুঝে তবে
জমিদার,
মায়া সবখানে থাকে না দৃশ্যমান,শুধুই ব্যতিক্রম
আল-বার।

মমতা চির ‘আশীর্বাদ, যদি তা হয় শুধু মা-বাবার
মায়া,
আদর জানে উত্তম, দেখিতে পায় হৃদয়ের কুসুম
ছায়া,
সোহাগ হইতে বঞ্চিত থাকে, নিরুপায় “অনাহারী
কায়া,
প্রীতি বিনা হইতে পারেনা সুখী, মানবের প্রেয়সী
জায়া।

ভালবাসা চিরন্তন, পরেশের সৃষ্টি, জনের অন্তরে
বরণ,
ভালোবাসা শিখিতে হয়, বোকা’দের জন্য-ই শুধু
মরণ।
অনুরাগ সৃষ্টিকর্তার নেয়ামত,ইনসান যদি না হয়
অপবিত্র,
অনুরাগ প্রতারকের কারণে ধ্বংসাত্মক,যদি হয়
যত্রতত্র।

বাবর’ ছিলো ভালো মানুষ, আমাদের পুষ্প প্রিয়
সখা,
বাবর এর আছে প্রকৃত ‘পেয়ার’, তাই এই পবিত্র
লেখা।

- Advertisment -

সর্বশেষ সংবাদ