31 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

রাজনীতি করতে হলে লেখাপড়া শিখতে হবে: সাবেক বিমানমন্ত্রী

[লক্ষ্মীপুর প্রতিনিধি]
লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল বলেছেন, রাজনীতি শুধু বক্তৃতা দেয়ার জায়গা নয়, দলের আদর্শ জানা, বোঝা এবং এর প্রয়োগে নিজেকে সৎ, মেধাবী ও যোগ্য মানুষ হিসেবে যুক্ত করারও বিষয়। পড়া-লেখা না করলে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে পড়া-লেখা শিখতে হবে।
২০ অক্টোবর রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের রাজনীতিতে এখন আদর্শের চর্চা, চিন্তা ও মনন নেই, আছে শুধু প্রচার-প্রচারণা-বক্তৃতা। বঙ্গবন্ধুর লেখা বই, পুস্তুক, ড্রয়িং রুমে সাজিয়ে রেখে বঙ্গবন্ধুর আদর্শের ধারক হিসেবে নিজেকে নেতাকর্মীদের কাছে প্রচার করলে চলবে না। ছাত্রদের পড়া-লেখা করে রাজনীতিতে আসতে হবে। এর মধ্যে ইংরেজীও শিখতে হবে। ইংরেজী না শিখলে বড় কিছু হওয়া যাবেনা। ব্যারিষ্টার, জজ হতে হলেও ইংরেজী শিখতে হবে।
সদর উপজেলার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন (পিপি), বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
উল্লেখ্য: ২০১৪ সালে লক্ষ্মীপুরে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। এরপর থেকে এতে আহবায়ক কমিটি দিয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করা হয়। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের এটিই প্রথম সম্মেলন। জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা ও ডোপ টেস্টের মাধ্যমে পদপ্রত্যাশীদের যোগ্যতা যাচাইয়ের পর কমিটি গঠন করা হবে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ