31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিহত শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর ছেলের খোলা চিঠি

প্রিয় দিদা আমার সালাম নিবেন,আমি আপনার সন্তান সমতুল্য শহীদ আমিনুর রহমান খান বাপ্পির ছেলে আজকের এই ২১ নভেম্বর ২০০৩ সালে বিএনপি-জামাত সরকারের সময় কিছু চিহ্নিত সন্ত্রাসী হামলায় শহীদ হন আমার বাবা ।

তারপর থেকেই চাচাদের স্নেহে বেড়ে ওঠা হয় আমার,
আমি প্রতিদিন আমার বাসায় যাওয়া এবং আসার পথে মরে আমার বাবার সেই মিনারের দিকে একবার হলেও তাকাই মনে হয় আমার বাবা আমার সামনে দাড়িয়ে আছে ।আমি যখন কোন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে যখন জানতে পারে আমি শহীদ বাপ্পির ছেলে তখন আমাকে মাথায় হাত দিয়ে দোয়া এবং বুকে নিয়ে আদর করে ।একজন বাবা তার সন্তানের জন্য রেখে যায় ধন-সম্পদ কিন্তু আমার বাবা আমার জন্য রেখে গিয়েছেন মানুষের দোয়া এবং ভালোবাসা । আমার বাবাকে আমি সামনে পেলে বলতাম বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি মানুষ তো একজন মারা গেলে একজন কেই হারায় আর কুদরত তো আমাকে আমার জীবন থেকে দু’জনকে নিয়েছে, বাবা-মার স্নেহ কি কখনো বুঝিনি আসলে আমি তো আমার বাবা-মাকে দেখিই-নি,দিন যাচ্ছে বাবা-মার অভাবটা আমার মধ্যে একটু একটু করে বাড়ছে…
একটা সন্তান তো বেড়ে ওঠে তার মায়ের কোলে কিন্তু আমার বেড়ে উঠা হয়েছে আমার দিম্মার কোলে যিনিই
এখন আমার শেষ ঠিকানা আর তাকে ঘিরে আমার এখন বেড়ে ওঠা,
আমার এই পরিবারে একটি বন্ধু আছে যাকে আপনি মুক্তি নামে চিনেন যাকে আমি চাচা বা বাবা বলে কখনো ডাকি না সব সময় বন্ধু বলে ডাকি যার সাথে আমি আমার জীবনের প্রতিটা গল্প শেয়ার করি আজ সেও আমার কাছে থেকে অনেক দূরে…

আমার দাদা বীর মুক্তিযোদ্ধা (আতাউর রহমান খান) একজন সৎ ও বঙ্গবন্ধু প্রেমিক মানুষ সে আওয়ামীলীগের জন্য তার চারটি সন্তান দিয়ে দিয়েছে ।আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমার পরিবার,যে দলকে সুসংগঠিত করার জন্য আমার বাবাকে হত্যা করা হয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীরাই আজ সংগঠনের অনুপ্রবেশকারী।

জিলান খান

ত্যাগী আওয়ামীলীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পীর পুত্র

- Advertisment -

সর্বশেষ সংবাদ