31 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার( ২৫ অক্টোবর) ভোর ৫ টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, আমার বাসা দক্ষিণ বেতডোবা হওয়ায় প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাওয়ার সময় অফিসের দোতলায় আগুনের কালো ধোয়া দেখতে পাই এবং সাথে সাথে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত অফিসে এসে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারলাম বৈদ্যুতিক শর্ট সার্কিটে অফিসের দোতলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। সেই রুমে থাকা ১টি প্রিন্টার, ৩টি টেবিল, ৮টি চেয়ার, ১টি দরজা, ২টি জানালা, ৫টি আলমাড়ী, ৩টি তাক ও ২টি ফ্যানসহ ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বই আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, সার্ভিস বইয়ের যে ক্ষতি এটা অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। এটা অকল্পনীয় ক্ষতি এজন্য আমাদের অমানবিক-অমানুষিক কষ্ট হবে এবং এটা পূনরায় লেখার জন্য অনেক খরচ হয়ে যাবে। আমরা শিক্ষকদের বলেছি নীতিমালা ও বিধি মোতাবেক এই সার্ভিস বই গুলো লেখার ব্যবস্থা করবো।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভোর ৬ টার দিকে আগুন লাগার সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে এবং আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ও আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ সংবাদ